বাংলার এর রেশন ডিলারকে চিনে রাখুন। যা করলেন অবাক হয়ে যাবেন। ক্লিক করে দেখুন
পার্থ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ সাহাঃ রেশন নিয়ে দুর্নীতির খবর রোজই চোখে পড়ে। কখনও নিম্ন মানের মাল আবার কখনও লোপাট চাল, গম, তেল। তবে এই খবর সব কিছুকে ছাপিয়ে এই বাংলারই এক ডিলার অন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলার রেশন ব্যবস্থায়। পূর্ব বর্ধমানের বড়শুলের সৌমিত্র দত্ত। দীর্ঘ দিন ধরেই এই অঞ্চলের রেশন ডিলারের দায়িত্ব সামলাচ্ছেন। সুনামও যথেষ্ট। অভিযোগ তো দূর অস্থ। তিনি যে পরিষেবা দেন তা অবাক করবে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের জন্য গ্রাহকরা যাতে কষ্ট না পান তার জন্য সকাল ৬ টা থেকে রেশন দিতে শুরু করেন। রেখেছেন পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শুধু কি তাই। লাইনে দাঁড়ানো মানুষরা যাতে কষ্ট না পান তার জন্য মাথায় ত্রিপল দিয়ে ছাউনি করা হয়েছে। এই ব্যবস্থায় খুশি রেশন গ্রাহকরা। সকলেই সাধুবাদ জানিয়েছেন ডিলার সৌমিত্র দত্তর ভাবনাকে। সৌমিত্রবাবু জানিয়েছেন, অনেক বয়স্ক মানুষরা রেশন নিতে আসেন। অনেক সময় ভিড় হয়। তাই তাদের যাতে অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- 7908002248