ব্যাঙ্কের ভল্ট থেকে সাড়ে ৮৪ লাখ টাকার কয়েন গায়েব। ধৃত ব্যাঙ্ক কর্মী। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৮৪ লক্ষ টাকা লোপাটের ঘটনায় গ্রেপ্তার করা হলো ব্যাংকের এক আধিকারিক তারক জয়সওয়ালকে। পূর্ব বর্ধমানের মেমারির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেমারি শাখার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে ২৭ ও২৮ নভেম্বর অডিট করতে টিম যায়। সেই সময়ই সাড়েইয়।৮৪ লক্ষ টাকার গরমিল ধরা পড়ে। ব্যাংকের ভল্ট ও অ্যাকাউন্টের দায়িত্বে থাকা তারক জয়সওয়াল এই গরমিল এর সদুত্তর দিতে পারেনি। এরপরই হঠাৎ করে ২৯ নভেম্বর ব্যাংকে যাওয়া বন্ধ করে দেন তারক বাবু । তার স্ত্রীকে দিয়ে ভোল্টের চাবি পাঠিয়ে দেন ব্যাংকে। জানানো হয় তিনি অসুস্থ। ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয় তারক জয়সওয়াল ই এই টাকা সরিয়েছে । তার নামে অভিযোগ করা হয় মেমারি থানায়। শুক্রবার বিকেলে হঠাৎ তিনি ব্যাংকের মেমারি শাখায় গিয়ে পৌঁছান । সেখানেই পুলিশ দীর্ঘ সময় তাকে জেরা করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে প্রাথমিক জেরায় নিজের দোষ স্বীকার করেছে তারক জয়সওয়াল। কিন্তু এত বিপুল পরিমাণ টাকা ব্যাংকের নজর এড়িয়ে কিভাবে সরিয়েছিল ছিল তা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন । স্থানীয় সূত্রের খবর লটারির নেশা ছিল তারক জয়সওয়াল এর। সেখানে বিপুল অংকের টাকা দেনা হয়ে যায়। সেই টাকা এখান থেকে সরিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । পুলিশের অনুমান তাকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য সামনে আসবে।
দেখুন ডিভিও
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮
Subscribe ‘HighlightsBengal’ youtube channel