পুজোর ছুটি নয়। এই মণ্ডপে শিশুদের অন্য এক ছুটির গল্প থাকবে। কিভাবে যাবেন ক্লিক করে দেখুন
নিউজ ডেস্কঃ ‘মাগো আমায় ছুটি দিতে বল’ এমনই এক অভিনব থিম নিয়ে হাজির বর্ধমানের কাঞ্চননগর খর্গেশ্বর পুজো কমিটি। শিশুদের কথা মাথায় রেখে এমন অভিনব থিম ভাবনা বলে জানিয়েছেন সভাপতি খোকন দাস। ক্লাবের সদস্য শুভদীপ রায় জানিয়েছেন, শিশুদের পড়াশোনার চাপ অত্যাধিক হারে বেড়েছে। চলছে একে অপরের সাথে কম্পিটিশন। বেড়েছে ব্যাগের বোঝা। হারিয়ে যাচ্ছে শৈশব। তাই মায়ের কাছে প্রার্থনা ছুটি দেওয়ার জন্য। সেই কারনে থিমের নাম ‘মাগো আমায় ছুটি দিতে বল’। এই সব কিছু এক সুন্দর থেমের মাধুমে ফুটিয়ে তোলা হবে। মন্ডপ সাজাতে শৈশবের ব্যবহার হয়েছে ব্যাট, লাটাই, মুখোশ, ঘুড়ি, রঙ ইত্যাদি। সব বয়সী মানুষের ভালো লাগবে। সম্পাদক জয়দীপ রায় জানিয়েছেন, প্রতি বছরই কিছু না কিছু অভিনব ভাবনা চিন্তা নিয়ে থিম করা হয়। এবং মানুষের মন জয় করে নেয়। এবারেও তার ব্যাতিক্রম হবে না। চতুর্থীর দিন হবে এই পুজোর উদ্বোধন।
কিভাবে যাবেন? কাঞ্চননগর গিয়ে কঙ্কালেশ্বরী কালিমন্দির পেরিয়ে কিছুটা গিয়ে খর্গেশ্বর পুজো কমিটি।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮