মেমারিতে ছাত্রী আত্মহত্যা। কি বললেন অভিযুক্ত শিক্ষক? দেখুন সেই ভিডিও
শুনুন রবীন মজুমদার কি বলছে-
নিজস্ব প্রতিনিধি,মেমারিঃ মেমারিতে কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পার্শ্ব শিক্ষক রবীন মজুমদারকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল বর্ধমান সিজেএম অদালত। মঙ্গলবার হুগলীর গুড়াপের হাসানপুরে তাঁর শ্বশুরবাড়ি থেকে পুলিশ রবীন মজুমদারকে গ্রেপ্তার করে। মেমারি কলেজের ছাত্রী রাহিলা খাতুনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগে তাকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। অভিযোগ, এই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে কলেজের বাংলা বিভাগের পার্শ্বশিক্ষক রবীন মজুমদার। পরে ঐ ছাত্রী জানতে পারে ঐ পার্শ্বশিক্ষক বিবাহিত এবং দুই সন্তানও। সোমবার সকালে নিজের ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। এরপর এলাকার বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ফাঁসির দাবীতে মেমারি রাস্তা অবরোধ করে । মঙ্গলবারও কলেজের ছাত্রছাত্রীরা মৌন মিছিল বের করে মেমারিতে। অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবী তোলে তারা । এদিন আদালতে ওঠার সময় রবীন মজুমদার জানিয়েছে, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে। মঙ্গলবার আদালতে কোনো আইনজীবী তাঁর পক্ষে দাঁড়ায় নি। অভিযোগ, এর আগেও একাধিক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে রবীন।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com