অন্নপূর্ণা পুজোকে ঘিরে অনন্দ উৎসবে মেতে উঠলো বর্ধমানের খলসীর ইরকোনা গ্রামের মানুষরা। রায় পরিবারের এই পুজোকে ঘিরে এলাকা ছাড়াও আশপাশের অসংখ্য ভক্তরা আসেন। এদিন নতুন মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। দুদিন ধরে চলবে পুজো। অন্নভোগেরও আয়োজন করা হয়। মূলত অগ্রহায়ণে নবান্ন উপলক্ষ্যে প্রায় ষাট বছর ধরে এই পুজো হয়ে আসছে। এদিন পাকা মন্দির নির্মান করে দেবীকে প্রতিষ্ঠার জন্য পুজো আর্চনা করা হলো।