হাইলাইটস বেঙ্গল ডেস্ক: অসাবধানতার ফলে অনেক মৃত্যুু বা দূর্ঘটনার ঘটে। এরকমই একটি ঘটনায় প্রাাা গেল ১জনের। গেট বন্ধ থাকা সত্ত্বেও স্কুটার নিয়ে রেললাইন পার হতে গিয়ে ইনস্পেকশন কারের ধাক্কায় মারা গেলেন এক যুবক।। হাওড়া বর্ধমান মেন শাখার দেবীপুর স্টেশনের ঘটনা। মৃতের নাম আমিরুল হক। মেমারির জুঝারপুরের বাসিন্দা বলে জানা গেছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বন্ধ ছিল রেলগেট। সেই অবস্থাতেই গেটের নিচ দিয়ে স্কুটার নিয়ে পার হচ্ছিলেন এই ব্যাক্তি। কিন্তু ইন্সপেকশন কারকে তিনি খেয়াল করেননি। ওই কারের ধাক্কায় তিনি ছিটকে পড়েন।। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।