নিউজ ডেক্স: বিজেপিতে যোগদানের পরেই বহিস্কৃত সিপিএম নেতা আইনুল হকের নামে পোস্টার লাগানো হলো বর্ধমান কার্জন গেট চত্বরে। ঘটনায় চাঞ্চল্য। কে বা কারা রাতের অন্ধকারে এই পোষ্টার মারে। সকালে সাধারণ মানুষের নজরে আসে। পোষ্টারে লেখা রয়েছে- “আইনুল তুমি শুনে নাও,বিজেপি তুমি ভুলে যাও”।”গণহত্যাকারী, RSS হত্যাকারী আইনুল হকের বিজেপিতে কোনো ঠাঁই নেই”। আইনুল হকের বিজেপিতে যোগদানের পরেই তার বিরোধীতায় এই পোষ্টারে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পোষ্টারের এর ভাষা অনুযায়ী বিজেপি সমর্থিত কেউ এই পোস্টটার লিখেছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তবে বিজেপির অভিযোগ, আইনুল হক যোগদানে ভয় পেয়ে তৃণমূল এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, আইনুল হক বিজেপিতে যোগদানের ফলে তাদের নীচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তার ফলে এই পোষ্টার বিজেপিই লাগিয়েছে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com