নয়াদিল্লী , ১০ আগস্ট, ২০১৭: শুক্র অভিযানের বিভিন্ন প্রকারের সুযোগ ও সুবিধার বিষয়ে তথ্য দিয়েছে সমীক্ষা দল। এই তথ্যগুলি মহাকাশ বিজ্ঞানের উপদেষ্টা কমিটি খতিয়ে দেখবে। ইতিমধ্যে, ভারতীয় বিজ্ঞানীদের মহাকাশভিত্তিক গবেষণা চালানোর সুযোগ দেওয়ার জন্য বৈজ্ঞানিক প্রস্তাব জমা দিতে আহ্বান করা হয়েছে। জমা পড়া প্রস্তাবগুলি খতিয়ে দেখে বাছাই করার পর অভিযানের মূল-বিষয়বস্তু ও বাজেট স্থির করা হবে। এই কর্মসূচির জন্য দশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।আজ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান উত্তর-পূর্বাঞ্চল বিকাশের স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, গণঅভিযোগ ও পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।