এই মরসুমে কখনও বৃষ্টি আবার কখনও রোদ গরম। এর প্রভাব পড়ে আমাদের ত্বকে। নিচের পদ্ধতিতে তৈরি করুন ঘরোয়া প্যাক। পেয়ে যান সুন্দর, সতেজ ত্বক।
১ চামচ মুলতানি মাটি, ২ চামচ টক দই, ৩ চামচ মধু, ১/২ চামচ গোলাপ জল দিয়ে তৈরি ক্রুন মিশ্রণ। এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বক হলে এর সাথে চন্দন বাটা যোগ ক্রুন।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।