পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমানঃ নিজের রোজগারের সমস্ত অর্থ দিয়ে গ্রামে স্কুল গড়ে নজির গড়েছেন বর্ধমানের মেমারির গান্টে গ্রামের পবিত্র ঘোষ। পেশায় প্রাক্তন শিক্ষক। শুধু তাই নয়, ঐ স্কুলের শিক্ষকদের বেতন থেকে আনুসাঙ্গিক খরচা নিজেই চালাতেন। কোন কিছু পাওয়ার আশা না করেই এত বড় স্বার্থ ত্যাগ তাকে ব্যাতিক্রমি করে তুলেছে। যদিও বর্তমানে স্কুলটি সরকারি স্বীকৃতি পেয়েছে। কিন্তু শুরুটা ছিল খুবই কঠিন।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
সালটা ১৯৭৫। গ্রামে কোন স্কুল ছিল না। প্রায় ৩ কিলোমিটার দূরে পায়ে হেটে নদী পার হয়ে ছেলে মেয়েদের পাহারহাটি স্কুলে পড়তে যেতে হতো। এই ভয়ে অনেকেই স্কুলে যেত না। পড়াশোনা বন্ধ করে দিতে হতো। পবিত্র বাবুর জ্যাঠামশাই ভোলানাথ ঘোষ ছিলেন পাহারহাটি স্কুলের শিক্ষক। তিনি নিজের বাড়িতেই ছেলেমেয়েদের বিনা পয়সায় প্রাইমারি শিক্ষার পাঠ দিতেন। সেই সময় পবিত্র বাবুর দাদা মৃত্যুঞ্জয় ঘোষের উদ্যোগে নিজেদের জমির উপরেই পঞ্চম শ্রেণী ও ষষ্ট শ্রেণী নিয়ে গ্রামে স্কুল চালু করলেন। নাম দিলেন ভোলানাথ বিদ্যাপীঠ। বাড়ীর ধান বিক্রির টাকা থেকেই চলতো স্কুল। ১৯৭৮ সাল নাগাদ স্কুলের পাকা বিল্ডিং তৈরি হল নিজেদের পারিবারিক অর্থে। আর্থিক সঙ্কটের মধ্যে স্কুল চালানো কঠিন হয়ে পড়ছিল। ঠিক সেই সময় পবিত্র বাবু মাঝের গ্রাম উচ্চ বিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষক হিসাবে চাকরি পান। এবার শুরু হল পবিত্র বাবুর আসল লড়াই। নিজের বেতনের টাকা দিয়ে গ্রামের স্কুলের শিক্ষকের বেতন ও অন্যান্য খরচ নিজেই চালাতে লাগলেন। এইভাবে চালালেন প্রায় ২৫ বছর। ১৯৯৯ সালে স্কুলটি সরকারি স্বীকৃতি পেল। চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন ২০১০ সালে। কিন্তু
নিজের হাতে তৈরি স্কুলকে ভুলতে পারেননি। ঐ স্কুলে এখন নিয়ম করে ক্লাস নেন বিনা পারিশ্রমিকে। পবিত্র বাবু ও তার পরিবারের জন্য গর্বিত গোটা গ্রাম।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮