এটিএম থেকে এবার যতখুশি টাকা তোলা যাবে। তার জন্য কোনও শুল্ক দিতে হবে না। ব্যাঙ্কগুলিকে এমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এই সুবিধা পাওয়া যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এতদিন এক মাসে একই কার্ডে পাঁচ বারের বেশি টাকা তুললে বাড়তি শুল্ক দিতে হতো গ্রাহকদের। ৩০ ডিসেম্বর পর্যন্ত এই বাড়তি শুল্ক আর লাগবে না। তবে পূর্বের ঘোষণার মতোই ১৮ নভেম্বর পর্যন্ত একদিনে এটিএম থেকে ২০০০ টাকার বেশী তোলা যাবে না। এই নির্দেশ একই থাকছে। ধীরে ধীরে এর উর্দ্ধসীমা বাড়বে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।