নিউজ ডেস্কঃ বাবা মা আদর করে নাম রেখেছে দুলালী। বয়স মাত্র চার বছর। আর পাঁচটা শিশুর থেকে আলাদা। ভাত খায় না সে। খায় দুধ আর মণ্ডা। তবে এই শিশুকন্যার খাদ্য তালিকা দেখলে অবাক হয়ে যাবেন। প্রতি দিন ১২ থেকে ১৪ কেজি দুধ আর ৫০ থেকে ৬০ টা সন্দেশের মণ্ডা। জন্ম থেকে আজ পর্যন্ত জল খায়নি সে।
বর্ধমানের মন্তেশ্বর এর আজাহারনগরের বাসিন্দা খালেক মণ্ডল। পেশায় দিনমজুর। চার মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দুলালিই সবার ছোট। মেয়ের খাবার জোগাতে হিমসিম খাচ্ছেন তিনি। সঞ্চিত অর্থ সব শেষ। এখন ভিটে বাড়িটাও বেচার উপক্রম। মন্তেশ্বর হাসপাতালে জন্ম হয় দুলালীর। জন্মের পর মায়ের দুধ খায়নি। তখন ডাক্তারের পরামর্শ মত গরুর দুধ খাওয়ানো হয়। সকলকে অবাক করে ঐ দিনই প্রায় দেড় কেজি দুধ খেয়ে নেয়। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুধের চাহিদাও বাড়তে থাকে। তবে দুধ জল মেশালে সে দুধ স্পর্শ করে না দুলালি। পরিবারের লোকেরা অন্যান্য খাবার খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। শুধু দুধ আর সন্দেশের মণ্ডা খায়। দুধের জন্য গোয়ালার কাছে প্রচুর ধার হয়ে যায়। নিজের জমি বিক্রি করে গোয়ালাকে কিছু টাকা ধার শোধ করে। প্রতিবেশীদের কাছে ধার করে খাওয়াতে হয়। ৯০ শতাংশ প্রতিবন্ধী দুলালি। মেয়ের দুধের যোগান দিতে হিমসিম খাচ্ছে পরিবার। চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কলকাতার আর জি কর এ চিকিৎসার জন্য নিয়ে গেলেও চিকিৎসকরা কোন রোগ ধরতে পারেন নি। শিশু বিশেষজ্ঞ ডাঃ অরূপ বসু জানিয়েছেন এটা অস্বাভাবিক লক্ষন । দুধ ছাড়া অন্য খাবারের অভ্যাস না করানোর জন্য এমনটা ঘটছে।এখন সাহায্যের আশায় রয়েছেন দুলালির পরিবার।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮