গাছের গায়ে পেরেক বা পোষ্টার লাগানো দেখলেই ওদের কষ্ট হয়। ওরা ‘আকাশ’। আকাশের মতই মুক্ত ওদের ভাবনা।
সদ্য কলেজ পাশ করা একদল বেকার যুবক যুবতী পরিবেশ বাঁচাতে কিছু রাস্তায় নেমেছে। তাদের উদ্দেশ্য পরিবেশকে বাঁচানো, সমাজের জন্য ভালো কিছু করা।
তাই সকাল হলেই দল বেঁধে বেরিয়ে পড়ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।। গাছের গায়ে পেরেক দিয়ে কোন বোডিং লাগানো দেখলেই তৎক্ষণাৎ তা খুলে দিচ্ছেন এবং সেগুলি সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিয়ে আসছেন।।
ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায়। হাতে ব্যানার নিয়ে রাস্তায় ঘুরছেন।
তারা জানিয়েছেন শুধু জেলা নয় নিজের জেলার বাইরে ও অন্যান্য জায়গাতেও তারা যাবেন এবং এই কাজ করবেন প্রতীক সৌরভ পৌলমীদের একটাই উদ্দেশ্য সবুজক বাঁচানো।
এই বার্তাই দিচ্ছেন নিজের মতোই গাছকে ভালবাসতে হবে গাছের যত্ন নিতে হবে। তাদের পরিচয় পত্রে জাতির জায়গায় লেখা হিউম্যান।
তাদের কথা:
‘ গাছের বুকে আর ক্ষত না, এটাই এখন লক্ষ্য।
দুহাতে আকাশ সরিয়ে বিষ, আগলে রাখবে বৃক্ষ।।’
রির্পোট ও ছবি: পার্থ ব্যানার্জী
আপডেট খবর জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন।
ভিডিও নিউজ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করুন।