যখন কুকুর শাবক হত্যা নিয়ে রাজ্যে আলোড়ন চলছে তখনই সেই রাজ্যেই গুরুত্বপূর্ণ জেলা পূর্ব বর্ধমানে কুকুর প্রেমীদের নিয়ে হলো ‘ডগ শো’। সন্তান স্নেহে কুকুর প্রতিপালন যারা করেন তারা তাদের পোষ্যদের নিয়ে এদিন হাজির হয়েছিলেন বর্ধমানের কাঞ্চননগর উৎসব প্রাঙ্গণে। জনপ্রিয় এই উৎসবে এদিন উদ্যোক্তারা আয়োজন করে ডগ শো।
বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ টি ডগকে নিয়ে হলো জমজমাট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিশেষ নজর কাড়ে উপাসনা ব্যানার্জী ও সঞ্জয় ব্যানার্জীর গোল্ডেন রেকটিভা প্রজাতির ‘তোজো’। প্রথম রাউন্ডে প্রথম পুরস্কার, দ্বিতীয় রাউন্ডেও প্রথম পুরস্কার এবং ২৪ টি প্রজাতির নিয়ে আরো একটি রাউন্ডে ষষ্ঠ স্থান অধিকার করে তোজো। এছাড়াও সুমিত ভগতের ল্যাব্রাডর প্রজাতির ‘জোয়া’ প্রথম স্থান অধিকার করে এই প্রতিযোগিতায়। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও প্রতিযোগীরা অংশ নেয়।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮