সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চিকিৎসা চলছে কলকাতার বেলভিউ নার্সিংহোমে। তার সাথে গাড়িতে থাকা চালক সহ অন্যান্যরাও জখম হয়েছেন।
এদিন বহরমপুরে একটি কর্মীসভায় যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক মানস ভুঁইয়া। সেখান থেকেই কলকাতা ফেরার পথে দুর্ঘটনা। যদিও মানস ভুঁইয়া ফেরার সময় অন্য গাড়িতে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ক্রেনকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা। একটি ক্রেন বিকল হয়ে যাওয়া দুধের গাড়িকে টেনে নিয়ে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে প্রথম পাইলট কারটি উল্টে যায়। পিছনে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে পাইলট কারে ধাক্কা খেয়ে পালটি খায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায়, চোখের নিচে, ও পায়ে আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে সি আইডি ও কলকাতা পুলিশের টিম।
দেখুন দুর্ঘটনার সেই ভিদিও-