সঞ্জয় কুণ্ডু
হারিয়ে গেল আত্মজন
নীরব তুমি কালিকাপ্রসাদ
তোমায় ছাড়া ভক্তকূল
গুনছে যে আজ প্রমাদ ।
মাটির গায়ক হারিয়ে গেল
কোন সে মাটির দেশে ?
শোকাচ্ছন্ন বঙ্গ আজি
কাঁদছে তোমায় ভালোবেসে
কেমন করে শুনবে সবে
পল্লীর সেই মাটির গান ?
কেমন করে দোতারাটা
ধরবে বলো সুরের তান ?
গান গাওয়ারই পথটি বেয়ে
চলেছিলে লাল মাটির দেশে
তোমার হাসি মুখটি আজ
মিলায়েছে ঔ নীল আকাশে।
বসন্ত আজ ফিকে হলো
তোমার মহাপ্রয়াণে
হোলি আজ রঙ হারালো
তোমার শোকের টানে।
মরেও তুমি অমর জেনো
লক্ষ হাজার শ্রোতার প্রাণে
গান যে তোমার চিরদিনই
রইবে যেন দোতারার সনে।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com
whatsapp No: 9933106904
Mobile No : 7908002248, 9933106904