সূরজ দাশ,বালুরঘাট
টানা-ঘুম উঁচিয়ে রাস্তায় রাস্তায় ঢ্যামনা মিছিল দেখতে চাই ।
দেখতে চাই মিছিলে মিছিলে ছয়লাপ জ্যাম-রাস্তায় ফেঁসে গেছো তুমি এই প্রিয় শহরে !
ধুয়ে যাচ্ছে সব, ধুয়ে যাক ।
বসে বসে দেখতে চাই কিভাবে হুলুস্থুল বাঁধাও তুমি এরপর ।
জানলা দরজা বন্ধ করে কিভাবে সাত সকালে অন্ধকারের দ্বারস্থ হও ।
এ সবই এখন দেখতে চাই ! ধুয়ে যাচ্ছে সব , ধুয়ে যাক আমার চরিত্ররা ।
আরও একশো ভাগ মিথ্যে সাজিয়ে পরের ষ্টেশনে অপেক্ষা করবো মনখারাপের ট্যাবলেট হাতে, তোমার জন্য ।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।