পালকি চেপে কুমারীকে ঘোরানো হয় সারা শহর। ১৮ বছর ধরে এই প্রথা চলে আসছে বর্ধমানের উইলবাটি সার্ব্বজনীন দূগোৎসব কমিটির পুজোয়। বর্ধমানের উইলবাটি পাড়ায় এই পুজোকে ঘিরে মিলন মেলায় পরিনত হয় এখানে। সংস্থার এক কর্মকর্তা শুভায়ূ হাজরা জানিয়েছেন, ঐতিহ্য মেনেই নবমীর দিন এখানে কুমারী পুজো হয়। সকালে একজন কুমারীকে পালকিতে চাপিয়ে সারা শহর ঘোরানো সহ শোভাযাত্রা তারপর তাকে মান্দিরে ফিরিয়ে আনা হয় । এরপর শুরু হয় পুজো পাঠ। এলাকায় সমস্ত মানুষ এই শোভাযাত্রায় পা মেলান। পালকি চেপে কুমারীকে দেখার জন্য এদিন রাস্তার ধারে ধারে সকাল থেকে ভিড় জমান সাধারণ মানুষজন। এছাড়া পুজোর চার দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোগতারা।