প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমানঃ কথা ছিল বাড়ি ফিরে ছেলের জন্য পুজোর জামা কিনতে যাবে। কিন্তু তা আর হল না। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারাতে হল। বর্ধমানের রায়নার মুগুরা মোড়ে একটি বাস দুর্ঘটনায় মনোজ মাঝি নামে এই ব্যাক্তির মৃত্যু হয়। জামালপুরের চণ্ডীগড় গ্রামের বাসিন্দা। পেশায় সব্জি ব্যবসায়ি মনোজ মাঝি। স্ত্রী, দু বছরের শিশু পুত্র, বৃদ্ধা মা কে নিয়ে সংসার। মনোজ মাঝির স্ত্রী মিতা মাঝি জানান, তার স্বামীই পরিবারের একজন রোজগেরে। এদিন ফিরে ছেলের জন্য জামা কিনতে যাওয়ার কথা ছিল। ঐ ঘটনায় আহত হয় আরও এগারো জন যাত্রী। গুরুতর জখম অবস্থায় দু জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

