নিউজ ডেস্কঃ পুরনো ঐতিহ্য আর রীতি মেনে আজও জাঁকজমকের সঙ্গে পুজো হয়ে আসছে বর্ধমানের উইলবাটি সার্বজনীন দুর্গোৎসব। ১৯৯৯ সালে এই কমিটি সুচনা হয়। সেই শুরু। এখনো ঐতিহ্যের সঙ্গে এলাকার মানুষরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। তবে এই পুজোর মূল আকর্ষণ হল কুমারী পুজো । প্রতি বছর নবমীর দিন কুমারী পুজো হয়। তবে এর বিশেষত্ব হল কুমারীকে সঙ্গে নিয়ে বিভিন্নভাবে শোভাযাত্রা সহ সারা শহর ঘোরানো হয়। তারপর তাকে মান্দিরে ফিরিয়ে আনা হয়। এবং এর মধ্যে থাকে চমক। গত বছর পালকি চেপে কুমারীকে সারা শহর ঘোরানো হয়েছিল। এবারের চমক হল ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি করে কুমারিকে নিয়ে সারা শহর শোভাযাত্রা বের হবে। এলাকায় সমস্ত মানুষ এই শোভাযাত্রায় পা মেলান। সঙ্গে আশপাশের লোকজনও সামিল হয়। সংস্থার এক কর্মকর্তা শুভায়ূ হাজরা জানিয়েছেন, ঐতিহ্য মেনেই নবমীর দিন এখানে কুমারী পুজো হয়। প্রচুর মানুষজন এতে সামিল হয়। কুমারীকে দেখার জন্য এদিন রাস্তার ধারে সকাল থেকে ভিড় জমান সাধারণ মানুষজন। পুজোর চার দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোগতারা।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮