সুমিত ভগত, আউশগ্রামঃ পুলিশের চোখে জল। চাপা আতঙ্ক আর উৎকণ্ঠা চেপে না রাখতে পেরে অবশেষে কেঁদেই ফেললেন বর্ধমানের আউশগ্রাম থানার সাব ইন্সেপেক্টর দীপক পাল। পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিন ফের অগ্নিগর্ভ আউশগ্রাম। আইসি অপসারণের দাবিতে থানায় এসে হামলা চালায় গ্রামবাসীরা । থানা ভাঙচুর করে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় থানায়। থানার মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। ঘটনায় জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। এমনকি পুলিশদেরকে মাটিতে ফেলে মারা হয়। অনেকেই প্রান বাঁচাতে পালিয়ে যান, অনেকে লুকিয়ে পড়েন। এই ঘটনায় আতঙ্কে কেঁদে ফেলেন থানায় থাকা ডিউটি অফিসার দীপক পাল। আরও একবার পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। তবে পুলিশ যদি নিজেই নিরাপত্তাহীণতকায় থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন সেই ভিডিও-