পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের বেড়েই চলেছে। তাতে উদ্বিগ্ন জেলা প্রশাসন। জেলায় নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা এক মহিলার রিপোর্ট পজিটিভ। স্বভাবতই উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং রোগীর আত্মীয়রা। তিনি আসানসোলের বারাবনির বাসিন্দা বলে জানা গেছে। বর্ধমান হাসপাতালে ভর্তি হন 23 তারিখ।
দ্বিতীয় আক্রান্তের খবর এসেছে বর্ধমান শহর থেকে ।শহরের সদরঘাট এলাকায় সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ফেরা এক যুবক আক্রান্ত হয়েছেন । তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুর্গাপুরে সনোকা কোভিড হাসপাতালে।
মেমারির সাতগেছিয়ার ঝিকড়ায় আক্রান্ত হয়েছেন একজন। তিনি সম্প্রতি দিল্লি থেকে ফিরেছেন।
আউসগ্রাম এর মালোচা গ্রামে চেন্নাই ফেরত একজনের রিপোর্ট পজিটিভ ।
এই চারটি এলাকাতেই কনটেইমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রশাসন ইতিমধ্যেই এলাকা সীল করেছে।