নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও
হাইলাইটস বেঙ্গল: পূর্ব বর্ধমানের করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে আক্রান্তের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক বুধবার সকালে রিপোর্ট পজিটিভ আসেপূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
বুধবার সকালে ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।
মেমারি আমাদপুরের বিজরা গ্রামে দুজন আক্রান্ত। একই পাড়ার বাসিন্দা তারা। সম্প্রতি তারা চেন্নাই থেকে ফিরেছিলেন বলে জানা গেছে।
কালনায় আক্রান্ত তিনজন । তারাও ভিন রাজ্য থেকে গ্রামে ফেরেন।
বর্ধমান শহরের কাঞ্চননগরের বেলপুকুর এলাকায় আক্রান্ত একজন। তিনি ভিন রাজ্য থেকে ফিরেছেন।
ভাতারের কালিপাহাড়ি এলাকায় এক ২ বছরের শিশুর করোনা আক্রান্ত। সম্প্রতি মা-বাবা সঙ্গে ভিন রাজ্য থেকে ফিরেছে বলে জানা গেছে।
রায়নার আলমপুরে করোনা আক্রান্ত ভিন রাজ্য থেকে ফেরা এক যুবক।
সকলকেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুর্গাপুরে সনকা কোভিড হাসপাতালে। প্রতিটি এলাকা কনটেইনমেন্ট জোন হিসাবে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।