এই এলাকার বেশিরভাগ মানুষই মেহনতী খেটে খাওয়া মানুষের বসবাস। রয়েছেন বিড়ি শ্রমিক, নির্মাণ কর্মী এবং বিভিন্ন কাজে যুক্ত শ্রমিক শ্রেণীর মানুষ। এতদিন তারা সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখানকার বিড়ি শ্রমিকরা বিড়ি কোম্পানির মালিকদের দাদা বঞ্চিত হতো। অবহেলিত বঞ্চিত এই সকল মানুষদের পাশে দাঁড়ালেন বর্ধমান তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী । এদিন বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় প্রায় ৫০০০ মানুষ। এই শ্রমিক শ্রেণীর পুরুষ ও মহিলাদের নিয়ে সভা করলেন তিনি। কাঞ্চন কাজি ছাড়াও উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা ইফতিকার আহমেদ । এদিনের সভায় এই শ্রমিকদের তৃনমূল ট্রেড ইউনিয়নের ছত্র ছায়ায় নিয়ে আসা হয়। কাঞ্চন কাজি জানিয়েছেন, এখন থেকে তারা যাতে সরকারি প্রকল্প স্বাস্থ্য সাথী, সামাজিক সুরক্ষা যোজনা সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পান সেটা দেখা হবে।
আরো আপডেট খবর জানতে facebook page Like করুন।