নিউজ ডেস্কঃ থিমের রমরমা বাজারে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। আর সেই লড়াইয়ে বাজিমাত করছে বর্ধমানের মেমারির সারদাপল্লী ও অরবিন্দপ্ললী পুজো কমিটি। এবারের এই পুজো কমিটির থিম ‘শ্রদ্ধাঞ্জলী’। নতুন জেনারেশন সহ সকলের সামনে দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন সেই শহিদদের বীরত্বের কাহিনী তুলে ধরা হবে। ছবি সহ সেই সব শহিদদের লড়াইয়ের ইতিহাস থাকবে মণ্ডপে। তবে অদ্ভুত শিল্পকলার মাধ্যমে তা উপস্থাপন করা হবে।রাজ্যে একের পর এক বন্ধ হয়ে যাওয়া পাট শিল্পকেই থিমের উপকরণ হিসাবে বেছে নিয়েছেন পুজো উদ্যোগতারা।
পুজো কমিটি এক উদ্যোক্তা জয় কুণ্ডু জানিয়েছেন এবারের বাজেট ১৩ লক্ষ টাকা। প্রতি বছরই এই পুজোর চমক থাকে। তবে এবছরও তার ব্যাতিক্রম হচ্ছে না। পশ্চিম মেদিণীপুরের শিল্পী নয়ন মেট্টা বেশ কয়েকজন সহ কর্মীকে নিয়ে প্রায় চার মাস ধরে কাজ করছেন।প্রতি বছর লক্ষাধিক মানুষ ভিড় জমান ঠাকুর দেখতে। এই থিম তাদের সকলকেই আনন্দ দেবে বলে আশাবাদী পুজো উদ্যোগতারা।
ছবিঃ বিপ্লব চন্দ্র