নিউজ ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লক ডাউন। ঘরে থাকলেই এই সংক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে বলে বিশেজ্ঞদের মত। এবার ঘরে থাকার বার্তা রং তুলিতে রাস্তায় ফুটিয়ে তুললো ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব বর্ধমানের সদস্যরা। বড়নীলপুর মোড়ে মানুষকে সচেতনতা করতে এই সংস্থার সদস্য এদিন নিজের হাতে রাস্তার উপর ঘরে থাকার বার্তা লিখলো।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।
খবর এবং বিজ্ঞাপনের জন্য ফোন করুন
790800 2248 সচেতন বার্তা বর্ধমানের ইস্টবেঙ্গল ফ্রেন্ডস ক্লাবের