নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক নয়া নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বির্তক।নির্দেশিকায় বলা হয়েছে, সহ উপাচার্যের পরামর্শ মতো কাজ করবেন উপাচার্য। তবে পঠন-পাঠন,আর্থিক ও প্রশাসনিক বিষয়ে সহ উপাচার্য পরামর্শ দেবেন উপাচার্যকে। এছাড়া বিদেশের যে বিশ্ববিদ্যালয় গুলির সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ হয়, সে বিষয়েও সহ উপাচার্য পরামর্শ দেবেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেব কুমার পাঁজা ২২ নভেম্বর এই নির্দেশিকা সমস্ত বিভাগীয় প্রধান সহ অন্যান্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেন। নজিরবিহীন এই নির্দেশিকা ঘিরে এরপরই শুরু হয় বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য নিমাই চন্দ্র সাহা এ ব্যাপারে কিছু বলতে না চাইলেও রেজিস্ট্রার দেব কুমার পাঁজা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইনে এই বিষয়গুলির উল্লেখ রয়েছে। এটা নতুন কিছু নয়। তবে বিতর্ক তৈরি হওয়ায় ২৩ নভেম্বর ওই নোটিশ তুলে নেওয়া হয়েছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮
কি বললেন রেজিস্ট্রার ? দেখুন-