এখন বেশির ভাগ পরিবারে দেখা যায় মা-বাবা অধিকার থেকে বঞ্চিত। নিজের ছেলে বউমার কাছে অত্যাচারিত হতে হয় অনেককেই। বাবা মা যাতে অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য দিল্লির হাইকোর্ট এক মামলার রায়ে জানাল, বাবা মায়ের তৈরি বাড়িতে ছেলের কোনও নৈতিক অধিকার নেই। আদালত জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক সন্তানকে বাবা মায়ের ইচ্ছার উপর নির্ভর করে বাড়িতে থাকতে হবে। বাবা মায়ের তৈরি বাড়িতে ছেলের কোনও নৈতিক অধিকার নেই। তাতে ছেলে বিবাহিত হোক বা না হোক। বিচারক প্রতিভা রানি এক মামলার পরিপেক্ষিতে জানিয়েছেন, বাবা মা যতদিন মনে করবেন ততদিন ছেলে তার বাড়িতে থাকতে পারবে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।