আক্রান্ত আসানসোলের বিজেপি সাংসদ তথা ভারীশিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এদিন আসানসোলের বিএনআর মোড়ে ঢিলের আঘাতে আহত হন তিনি। অভিযোগ, তৃণমূল সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় তাকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। সেই ঢিলের আঘাত লাগে বাবুলের বুকে৷ বাবুলের অভিযোগ, হামলাকারীরা মন্ত্রী মলয় ঘটকের অনুগামী ছিলেন।আসানসোল পুলিশ কমিশনার অফিসে যাওয়ার পথেই এই হামলা বলে জানা যায়।