সেখ সামসুদ্দিনঃ মেমারি উৎসব হলে অনুষ্ঠিত হলো মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির ১১তম বার্ষিক সাধারণ সভা। শহর পরিস্কার ও প্লাস্টিক বর্জন করার বার্তা নিয়ে মেমারি শহরে একটি মোটর বাইক র্যালি বের করা । তাদের দাবি, ট্রেন্ড লাইসেন্স সরলীকরণ ও ব্যবসায়ীদের পেনশন চালু করা।
‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
সভায় উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেড (ক্যাট) এর পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক রাজা রায়, হুগলী জেলা চেম্বার্স অফ কমার্সের সুব্রত বসু, কোষাধ্যক্ষ নিখিল রায়, পূর্ব বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতির সহ সভাপতি আইনুল হক, ভেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ অনেকেই।
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮