ব্যাঙ্কে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে আপনাকে, এখন আর সেই হয়রানি হবে না, আপনার একাউন্ট সংক্রান্ত ১২৫ রকম প্রশ্নের উত্তর দিয়ে দেবে এই রোবট। তবে এই সুবিধা এখন চেন্নাইয়ে শুরু হয়েছে। পরে সারা দেশেই ছড়িয়ে পড়বে। চেন্নাইয়ের কুম্বাকোলম এর সিটি ইউনিয়ন ব্যাঙ্ক-এ রাখা হয়েছে রোবটটিকে। নাম রাখা হয়েছে লক্ষ্মী।পাসওয়ার্ড ছাড়া আপনার একাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন লক্ষ্মীর কাছে। লক্ষ্মীকে সাধারণ প্রশ্নের জবাবের জন্যই তৈরি করা হয়েছে। লক্ষ্মী আপনার প্রশ্নের জবাব দেবে প্রথমে ইংরেজিতে, তারপর তামিল বা হিন্দীতে। তৈরি করতে ছয় মাসেরও বেশি সময় লেগেছে। কিছুদিন পর এইচ-ডি-এফ-সি ব্যাঙ্কও এমনই এক রোবট আনতে চলেছে যার এখনও ল্যাবে পরীক্ষা চলছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।