নিউজ ডেস্কঃ বয়স মাত্র চার। তাতে কি! এই বয়সেই নজর কেড়েছে সকলের। হাতে একটা বাঁশের টুকরো আর তাতে কাস্তে দিয়ে ফুটিয়ে তুলছে নানান কারুকার্য। বর্ধমান শিল্প মেলায় গেলেই দেখতে পাবেন এই ক্ষুদে শিল্পীকে। মা, বাবার সাথে বসে সমান তালে কাজ করছে সে। তাকে দেখতেই ভিড় করছেন মেলায় আসা দর্শকরা।
মুর্শিদাবাদের বহরমপুরের রাতুল ব্যাধ। স্থানীয় অঙ্গনওয়ারী স্কুলের শিশু শ্রেণীর ছাত্র। বাবা বিদ্যুৎ ব্যাধ, মা বেবি ব্যাধ। তিন ছেলেকে নিয়ে সংসার। বাঁশের হস্তশিল্প জীবিকার মাধ্যম। বড় দুই ছেলে লেখাপড়া শিখে কোন চাকরি করতে চায়। কিন্তু ছোট ছেলে রাতুলের নেশা বাবা মা-র মতো শিল্পী হওয়ার। তাই স্কুল থেকে ফিরেই বাঁশ আর কাস্তে নিয়ে বসে পড়ে শিল্পের টানে। এই বয়সেই ছোট ছোট হাত দিয়ে নিখুঁত ভাবে সৃষ্টি করে চলেছে অদ্ভুত শিল্পকলা। রাজ্য সরকারের উদ্যোগে এখন জেলায় জেলায় হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলায় তাদের শিল্প সমগ্রী বিক্রির জন্য বাবা মা-র সাথে রাতুলও হাজির থাকে। যেখানে মূল আকর্ষন এই ক্ষুদে। তার হাতের যাদু দেখিয়ে সকলের মন জয় করছে। তার বাবা মা-ও চায় বড় শিল্পী হোক রাতুল।
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮