কৃষ্ণ সাহা,রায়না: সবার হাতে মালা। একজন অন্য জনের গলায় পরিয়ে দিচ্ছে মালা। সেও আবার অপরের গলায় মালা পরিয়ে দিচ্ছে। ঠিক বিয়ের অনুষ্ঠানের মালা বদলের মতো। তবে এখানে ছেলেরা ছেলেদের গলায় আর মেয়েরা মেয়েদের গলায় মালা পরায়। একদিকে ছেলেরা মালাবদল করছে। আর অন্যদিকে মেয়েরা। সানাই নয়, ঢাকের বাজনার সাথেই এই মালাবদল হচ্ছে। এটাই রীতি। প্রায় ৩০ বছর ধরে এই নিয়ম হয়ে আসছে পূর্ব বর্ধমানের রায়নার বাজিতপুর তেলারপাড়ে। প্রায় ৩০ বছর আগে শুরু। মনষা পুজো উপলক্ষে সয়লা উৎসবে এই বিশেষ মালা বদল রীতি হয়ে আসছে এখানে। এই উৎসবের নাম সহেলা উৎসব। মনষা পুজোর পরই চলে মালাবদল। চলে মিষ্টি মুখ। বাচ্চা থেকে বয়স্ক সকলেই অংশ নেয় এই মালাবদলে। এলাকাবাসীরা জানিয়েছেন, এর মধ্যে দিয়ে বিভেদ ও অশান্তি দূর হয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। মালা পরাতে পারলেই সারা বছরের শত্রুতা একদিনে দূর হয়ে বন্ধুত্ব হয়ে যায়। শুধু রায়নার এই গ্রামেই নয়, আরও পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে এই উৎসব হয়।
এই উৎসব উপলক্ষ্যে বিশাল মেলা বসে। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই অনুষ্ঠান দেখতে।
মালা বদলের উৎসব। নিচে ক্লিক করে দেখুন সেই ভিডিও
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com