নিজস্ব প্রতিনিধিঃ এবার বর্ধমানবাসী পুজোয় এক অভিনব দৃশ্য দেখতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গতবছর দুর্গা পুজোর বিসর্জনে কলকাতায় এক সাথে শোভাযাত্রা হয়েছিল। এবার সেই দৃশ্য দেখবে বর্ধমানবাসী। বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতি এবার উদ্যোগ নিয়েছে পুজোর বিসর্জনে বর্ধমানে এই ভাবে শোভাযাত্রা করার। ইতিমধ্যেই প্রশাসনের সাথে বেশ কয়েক প্রস্থ আলোচনা হয়েছে এই সমিতির সদস্যদের। আপাতত ঠিক হয়েছে টাউন হল থেকে পুলিশ লাইন পর্যন্ত শোভাযাত্রা হবে। তবে এই রুট পরিবর্তন হতে পারে। ৩ অক্টোবর শোভাযাত্রা বের করা হবে। প্রতিটি পুজো উদ্যোগতারাই কোন না কোন চমক রাখবে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। সমিতির সম্পাদক মনীশ সিংহ বলেন, ‘মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল কলকাতার পর জেলাগুলিতেও সমস্ত ক্লাব বা কমিটিগুলি একসাথে শোভাযাত্রা বের করার। প্রশাসনের সহযোগিতায় বর্ধমানে এবছর প্রথম তা করতে পেরে আমরা খুশি।’ এই শোভাযাত্রা ঘিরে ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮