নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদঃ স্কুল ছাত্রীকে জোর করে সিঁদুর পড়ানোর চেষ্টা। তাতে ব্যর্থ হয়ে তাকে অপহরণ করার চেষ্টা। প্রকাশ্য দিবালোকে মুর্শিদাবাদের কান্দির দোহালিয়ার এই ঘটনায় চাঞ্চল্য। থানায় অভিযোগ পরিবারের। অধরা অভিযুক্ত।
শুক্রবার উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিয়ে কাকার সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিল এক ছাত্রী। সঙ্গে ছিল মা। অভিযোগ রাস্তায় চারটি বাইক তাকে ঘিরে ফেলে। তাতে আট যুবক ছিল। এদের মধ্যে থেকে শুভাশিস ঘোষ নামে স্থানীয় এক যুবক জোর করে ছাত্রীটিকে সিঁদুর পড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাতে ব্যার্থ হয়ে তাকে জোর করে বাইক থেকে নামানোর জন্য টানাটানি করে। মা ও কাকা বাধা দিতে গেলে অন্য সঙ্গীরা আটকায়। এরপর স্থানীয় মানুষরা ছুটে এলে সুযোগ বুঝে চম্পট দেয় সকলে। পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে অভিযোগ জানানো হয়। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের সন্ধানে খোজ শুরু করেছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।