রাজ কুমার ঘোষ, কালনাঃ আদালতের নির্দেশে মৃত্যুর ৬ মাস পর মাটি খুঁড়ে বের করা হল মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের কালনায়। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
কালনার রামেশ্বরপুরের বাসিন্দা সেখ সাইফুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু। পরিবারের অভিযোগ, মোজাম্মেল মোল্লা ও নিজাম্মেল শেখ নামে সাইফুদ্দিনের দুই বন্ধুর সাথে গত বছর ২৪ আগস্ট নিজের মোটরবাইকে বাড়ি থেকে বের হয়। সারাদিন তার কোনো খবর পাওয়া যায় নি। ওই দিন সন্ধ্যায় একটি মারুতি ভ্যানে তারা সাইফুদ্দিনের মৃতদেহ বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এবং হুগলীর বলাগড়ে বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানায়। পরের দিন তার দেহ কবর দেওয়া হয়। স্বামীর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় স্ত্রী সালমা বিবির। অভিযোগ তার স্বামীকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে কালনা আদালতের দারস্থ হন সালমা বিবি। কালনা আদালত পুলিশকে নির্দেশ দেয় মৃতদেহ ময়না তদন্ত করতে। এদিন পুলিশ মাটি খুঁড়ে মৃতদেহ বের করে ময়না তদন্তে পাঠায়।
*** প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।