নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্য ও পরম্পরাকে বজায় রেখে লক্ষ্মী পুজো হয়ে আসছে পূর্ব বর্ধমানের মেমারির লাহা বাড়িতে। প্রায় ২০০ বছরের প্রাচীন এই লক্ষ্মী পুজো । দত্তপাড়ার প্রতিষ্ঠিত দুর্গা দালানে লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী প্রতিমাতে রয়েছে বিশেষত্ব। লক্ষ্মীর দুপাশে থাকে জয়া আর বিজয়া। কথিত আছে, স্বর্গীয় মাখনলাল লাহা স্বপ্নাদেশ পেয়ে দুর্গা পুজো শুরু করেছিলেন। তার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ঘটে পটে পুজো শুরু করেছিলেন। এরপরই তার আর্থিক অবস্থার উন্নতি হয়। তারপর থেকেই শুরু হয় প্রতিমা এনে দুর্গা এবং লক্ষ্মী পুজো। প্রতি বছরই নিয়ম রীতি মেনে লক্ষ্মী পুজো হয়ে আসছে এখানে।