নিজস্ব সংবাদদাতাঃ নিজের মেয়েকেই গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার মকরমপুরে। পুলিশ মা তাঞ্জেলা বিবিকে গ্রেপ্তার করেছে।
মুর্শিদাবাদের বেলডাঙা হরিমতি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুরাইয়া খাতুন। জানা গেছে, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তার অশান্তি হতো। রবিবার রাতে ছোট মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখে সুরাইয়ার গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহটি ঘরের মেঝেতে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাটি খুন না আত্মহত্যা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।