উজ্জ্বল সামন্ত
“যদি এমন হতো ধূপ হয়ে
নিজে পুড়ে ছড়িয়ে দিতাম সুবাস
হয়তো বা প্রদীপের সলতে
নিজে পুড়ে অন্ধকারের বুক চির আলো
যদি হতাম মেঘ আকাশে ভেসে
কোন একসময় বৃষ্টির আভাস
শীতল বাতাসে গ্রীষ্মের কালবৈশাখী
নয়তো বা বহমান জলপ্রপাত
অদম্য সরু একফালি পাহাড়ের গা বেয়ে
আঁকাবাকা ছন্দে অজানা পথে
বা মুক্ত পাখির মত ডানা মেলে
আকাশের বুক চিরে ভেসে বেড়াতাম
হয়তো ফুল হয়ে জন্ম নিলে
ঠাঁই হত বাগানে বা দেবতার পায়”…….
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
বিশদে জানতে ফোন করুন- ৭৯০৮০০২২৪৮