হাইলাইটস বেঙ্গল নিউজ ডেক্স: এখনও বিসর্জন হয়নি দূর্গা প্রতিমার। লক্ষী পুজোর পর লক্ষীর সাথেই বির্সজন হবে। এখনই রীতি পূর্ব বর্ধমানের গলসির পলাশী গ্রামে। এখানে ৪৩ বছর ধরে এমনই হয়ে আসছে। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের এই দূর্গা পুজোয় আনন্দে মেতে ওঠে সকল গ্রামবাসী। হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথা মেনে অষ্টমীতে দু কেজি ওজনের মন্ডা বলি দেওয়া হয়। দশমীতে শুধু ঘট বির্সজন করা হয়। প্রতিমা রেখে দেওয়া হয়। লক্ষী পুজোর পরের দিন গোটা গ্রামের মানুষদের জন্য অন্ন ভোগের আয়োজন করা হয়। তারপর দিন লক্ষীর সাথে দুর্গার বির্সজন করা হয় দূমধামের সাথে। এই দুর্গা ও লক্ষী পুজো দেখার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষরা আসেন পলাশী গ্রামে।
আপডেট খবর জানতে ফেসবুক পেজ Like করুন।
Highlights bengal Youtube channel Subscribe করুন।
বিজ্ঞাপণ ও খবরের জন্য ফোন করুন: 7908002248
e-mail: highlightsbengal.news@gmail.com