নিউজ ডেস্কঃ লঙ্কার রসগোল্লা খাবেন। অবাক লাগলেও সত্যি। অপূর্ব স্বাদের এই রসগোল্লা খেতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন বর্ধমানে। আরও রয়েছে, জিরা রসগোল্লা, স্টবেরি রসগোল্লা, বিচিত্র স্বাদের রসগোল্লার আইটেম। পাবেন চন্দনগরের বিখ্যাত জলভরা সন্দেশ। শুধু কি তাই, বিভিন্ন জায়গার বিখ্যাত খাদ্য সম্ভার এখন এক জায়গাতেই। রয়েছে, চকলেট মোমো, সন্দেশ মোমো। এছাড়াও ভেটকি পাতুরি, স্পেশাল বিরিয়ানি, লেবিনিজ ফুড সহ আরও জিভে জল আনা নানান খাবার। সংবাদ সংস্থা ‘খবর সাতদিন’ এর উদ্যোগে বর্ধমানের উৎসব মাঠে চলছে ‘খাই খাই’ নামে খাবারের উৎসব। সংস্থার কর্ণধার সৌগত সাঁই জানিয়েছেন, রবিবার পর্যন্ত চলবে এই উৎসব। গোটা রাজ্য থেকে ২৮ টি বিখ্যাত সংস্থার ফুড আইটেম রয়েছে। তাহলে আর দেরি কিসের। এখনই চলে আসুন বর্ধমানের পারবীরহাটার উৎসব মাঠে।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।