নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত মাহিনগর শুরু হলো শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী মেলা। যা ‘খড়ির মেলা’ নামে প্রসিদ্ধ। মকর সংক্রান্তি তে এই মেলা শুরু হয়। সাত দিন ধরে চলবে এই মেলা। এদিন মেলার উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস কুমার ভট্টাচার্য, স্বরূপ রানা, পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ হারাধন, রাজেন মুখার্জি, সোমনাথ কোনার, ফজলুল হক মন্ডল, জয়দেব মন্ডল, শেখ সেকেন্দার প্রমুখ। সাত দিনের এই মেলা ঘিরে আনন্দ-উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষজন। চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই মেলা হয়ে ওঠে সম্প্রীতির মিলনক্ষেত্র।
আপডেট খবর জানতে এই ফেসবুক পেজ লাইক করুন।