নিহত সি আই এস এফ জওয়ান দিনাঙ্কর মুখোপাধ্যায়ের কফিন বন্দী নিথর দেহ নিয়ে আসা হল বর্ধমানের ইছলাবাদ ঘোষপাড়ার বাড়িতে। ছত্রিশগড়ে মাওবাদী হামলা তিনি প্রান হারান। এদিন দুপুরে শহীদ জওয়ানের দেহ যথাযোগ্য সন্মানের সঙ্গে আনা হয় তার বাসভবনে। দুঃসংবাদ পাওয়ার পর থেকেই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন কফিন বন্দী দেহ আসতেই কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী মিতা মুখোপাধ্যায়, ছেলে দেবজিত মুখোপাধ্যায় ও পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানান পরিবারের সদস্য সহ অনেকেই। তার বাড়ি থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ইয়ুথ ক্লাবের মাঠে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপরে দেহ নিয়ে যাওয়া হয় বর্ধমানের নির্মল ঝিল শ্মশানে। সেখানে রাজ্য পুলিশ, সি এস এফ আই ও বায়ু সেনার পক্ষ থেকে গার্ড ওব ওনার ও গান স্যালুটের পর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, মহালয়ার সময় তিনি ৩ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ভোটের ডিউটি সেরে আবার আসার কথা ছিল। কিন্তু এলো কফিন বন্দী দেহ।