সেখ সামসুদ্দিন: মেমারি ১ নম্বর ব্লকে শুরু হলো মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন ও প্রাণী সম্পদ মেলা ২০১৮। ১৯ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। থাকছে কৃষিজ ফসল প্রদর্শনী, কৃষি বিষয়ক আলোচনা ও কৃষি সংক্রান্ত সরকারি সুবিধা প্রদান। প্রতিদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মেমারির বিধায়িকা নার্গিস বেগম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিকর্তা সহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডল,জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ রেনুকা মোহন্ত, কৃষি সমবায় কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম ও অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক প্রাণিসম্পদ আধিকারিক ডা: মনোতোষ মন্ডল, মৎস্য আধিকারিক সোমদত্তা দাশগুপ্ত, সমাজসেবী এমএম মুন্সি।
বর্ধমানের লাষ্ট আপডেট খবর জানতে ‘Highlights Bengal’ Fackbook page ‘Like’ করুন।