প্রদীপ চট্টোপাধ্যায়ঃ আমাদের দেশে প্রতি বছর প্রায় ১ লক্ষ মানুষ সাপের কামড়ে মারা যান। যদিও সরকারি হিসাবে সংখ্যাটা প্রায় ৫০ হাজার। সাপে কামড়ালে অনেকে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসে ওঝার বাড়ি ছোটেন। যার ফলে বিপদ ডেকে আনেন নিজেরাই। এই কুসংস্কারে পা দেবেন না। সঠিক সময়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে ওঠেন সাপে কামড়ানো ব্যাক্তি। তৎক্ষণাৎ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান ওই ব্যাক্তিকে। তবে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার আগে কয়েকটি প্রাথমিক চিকিৎসা জেনে নিন।
১। রোগীকে আশ্বস্ত করুন। আতঙ্ক যেন না থাকে। কারন আতঙ্ক মৃত্যু ডেকে আনতে পারে।
২। বেশী নাড়াচাড়া করা যাবে না রোগীকে। কারন নাড়াচাড়া করলে বিষ ছড়িয়ে পরে শরীরে।
৩। স্কেল বা বাঁশের টুকরো দিয়ে যে অংশে কামড়েছে সেই অংশ কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। যাতে হাত বা পা নাড়াচাড়া করতে না পারে।
৪। এরপর দ্রুততার সাথে নিকটতম হাসপাতালে নিয়ে যান। তবে অবশ্যই জেনে নিন সেই হাসপাতালে A.V.S, অ্যাড্রিনালিন, নিওস্টিগমিন আছে কিনা।
৫। খেয়াল রাখুন রোগীর কথা জড়িয়ে আসা, নাকের সুরে কথা বলা এই ধরনের অসঙ্গতি আছে কিনা। থাকলে তা কতক্ষণ আগে শুরু হয়েছে তা চিকিৎসককে জানান।
সাপে কামড়ানো ১০০ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।