নিউজ ডেস্কঃ নোট ইস্যুতে নয়া নির্দেশিকা। পেট্রল পাম্পে বাতিল ৫০০ টাকার পুরনো নোট কেনাকাটার করার সময়সীমা কমলো। ১৫ ডিসেম্বর পর্যন্ত আর পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করা যাবে না। সময়সীমা কমে ২ ডিসেম্বর করা হল। অনেকের কাছে সঞ্চিত ৫০০ টাকার নোট পেট্রল পাম্পে যে হারে ব্যবহার হচ্ছিল। বিশেষ নজরদারিতে তা দেখার পরই সময়সীমা কমানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।