নিজস্ব প্রতিবেদন, হাওড়াঃ মর্মান্তিক দুর্ঘটনা। পার্কের দোলনার রেলিং ভেঙ্গে মৃত ২২ বছরের নেহা সিংহ। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তার বোন স্নেহা। ঘটনাটি ঘটেছে হাওড়ার টিকিয়াপড়ার বেলিয়াস পার্কে।
রবিবার হ্যাঙ্গ রাইডারে চেপে রাইডিং করার সময় হঠাৎ রেলিং ভেঙ্গে মাটিতে ছিটকে পড়ে নেহা এবং স্নেহা। দুজনের বাড়ি হাওড়ার মালিপাচঘরায়। জানা গেছে, সম্পর্কে তারা দুই বোন। দুই বোনকে নিয়ে প্রথমে হাওড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নেহাকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর অবস্থায় স্নেহাকে স্থানান্তরিত করে কমান্ডো হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ।ঘটনায় এলাকায় শোকের ছায়া। ঘটনায় পর পলাতক পার্ক কর্তৃপক্ষ। পার্কের ঠিকঠাক পরিচর্যা হয় না বলে অভিযোগ উঠেছে।
* প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
* আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com