গল্প নয় সত্যি! মর্গের ভিতর মৃত ব্যাক্তি বেঁচে উঠলেন। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে পোল্যান্ডের এক সরকারী হাসপাতালের মর্গে। হঠাৎ মর্গের ভিতর থেকে মানুষের কন্ঠস্বর শোনা যায়। ভূত ভেবে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু মর্গের এক কর্মী সাহস করে ভিতরে যায়। দেখে মৃতদেহ যেখানে রাখা হয় সেই ফ্রিজ থেকে কে যেন চিৎকার করছে। সাহস করে ফ্রিজ খোলে ঐ কর্মী। দেখে কিছুক্ষন আগে রাখা কামিল নামে বছর পচিঁশের মৃত পুলিশ কর্মী চোখ মেলে তাকিয়ে রয়েছে। আর ঠান্ডায় কাঁপছে। প্রথমে ভয় পেলেও একটা কম্বল এনে কামিলের শরীরে জড়িয়ে দেন তিনি। তাকে ফ্রিজ থেকে বের করা হয়। চিকিৎসকরা জানান, মদ্যপানের কারনে হৃদরোগে আক্রান্ত হন কামিল। তার শ্বাসক্রিয়া সাময়িক বন্ধ হয়ে যায়। ঠান্ডায় তার হৃদ যন্ত্র আবার সক্রিয় হয়ে ওঠে। ওই হাসপাতালেই কাতিলের আবার চিকিৎসা হয়। এখন সুস্থ রয়েছেন তিনি।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।