নূর আহমেদ : লক ডাউন এর মধ্যে বিভিন্ন জায়গায় রক্ত সংকট তৈরি হয়েছে। বিভিন্ন হাসপাতাল রক্তের ঘটিত তৈরি হয়েছে হাসপাতালগুলিতেও। তাই রক্ত সংকট মেটাতে দু’দিনব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমানের মেমারির সুলতানপুর সম্মিলনী উদ্যোগে রক্তদান শিবির হল। দু’দিনে ২৭ জন মহিলা সহ মোট ৮৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সামাজিক দূরত্বব বজায় রেখেই এই রক্তদান শিবির হয়। এদিনের অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার সভাপতি শেখ শোভন জানিয়েছেন, এর আগেও তারা বিভিন্ন সামাজিক কাজ করেছে। তবে এই সংকটজনক মুহূর্তে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাতে যে সাড়া পড়েছে তাতে তারা অভিভূত।
সংস্থার সম্পাদক শেখ সুরজ জানিয়েছেন, এই রক্তদান শিবিরের সাফল্যের মধ্য দিয়ে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে তারা। উপস্থিত ছিলেন মেমারি ব্যবসায়ী সমিতির পক্ষে রামকৃষ্ণ হাজরা, কাউন্সিলর শ্যামল সরকার, শান্তনু রায় চৌধুরী, উপদেষ্টা আবু হাসান।