নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শিশুদিবসের দিন আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো ৭৫ বছরের এক বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসির ভুড়ি গ্রাম পঞ্চায়েতের সত্যানন্দপুর এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
অভিযোগ বেশ কিছুদিন ধরে জীবন কৃষ্ণ অধিকারী নামে এক বৃদ্ধ এলাকারই এক মহিলাকে উত্যক্ত করছিল। ওই মহিলা এই ঘটনার প্রতিবাদ করেন। এর কিছুদিন পরেই তার শিশু কন্যাকে খাবার ও খেলনার লোভ দেখিয়ে জীবন কৃষ্ণ তার নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়ের খুঁজে না পেয়ে তার মা মেয়ের চারিদিকে খোঁজ শুরু করে। দুপুরের দিকে ওই বৃদ্ধের বাড়ি থেকে মেয়ের খুঁজে পাওয়া যায়। মেয়েকে বাড়ি নিয়ে এসে তার সারা শরীরে কালসিটের দাগ দেখতে পান। পরে মেয়ের সাথে কথা বলে জানতে পারে ওই বৃদ্ধ তাকে ধর্ষণের চেষ্টা করেছে । এরপরই ব্যাপারটা জানাজানি হয়ে যায়। প্রতিবাদ করলে ওই বৃদ্ধর ছেলে স্থানীয় তৃণমূল নেতাদের দিয়ে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিষয়টা মিটিয়ে নেওয়ার কথা বলেন। এমনকি তাদের গ্রাম ছাড়া করার হুমকি দেয় বলে অভিযোগ। আগে তার সাথে অশালীন আচরণ করেছিল জীবনকৃষ্ণ অধিকারী। কিন্তু তিনি প্রতিবাদ করায় তার মেয়ের উপর অত্যাচার করে প্রতিশোধ নিলো।আজ দোষী বাক্তির শাস্তির দাবিতে এই গ্রামে পোস্টার সহ প্রতিবাদ মিছিল বের করে এলাকার মহিলারা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তারা।